Loading ...

‘ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২’ এর যাত্রা

  • ‘ডিজিটাল সিটিজেন বিডি’ পেইজ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে জাঁকজমক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রথম ‘ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২’-এর যাত্রা শুরু হয়।

  • কুইজ ও কোর্স বিনা মূল্যে করার জন্য সকলের জন্য উন্মুক্ত তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সম্পূর্ণ তথ্য দিয়ে ওয়েবসাইটে তাঁদের প্রোফাইল হালনাগাদ করে রেখেছিলো তাঁরাই এই ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২ এ অংশগ্রহণের জন্য বিবেচিত হয়।

  • আটটি কুইজ রাউন্ডের প্রতিটির জন্য আলাদা সময় নির্ধারিত ছিলো। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জন (শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) প্রতি রাউন্ডের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। একই স্কোরপ্রাপ্তদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে দৈবচয়ন বা লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

  • কুইজের প্রতি রাউন্ডে ২০ জন করে ৮টি রাউন্ডে সর্বমোট ১৬০ জন চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হয় এবং পাশাপাশি প্রকল্পের পক্ষ থেকে তারা পেয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী।

  • অন্যান্য প্রতিযোগীদের বিপুল আগ্রহের কারনে, চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় যেখানে প্রত্যেক প্রতিযোগী ৮টি রাউন্ড সম্পন্ন করে। এই প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্তদের মধ্য থেকে সেরা ১০০ জন সুযোগ পেয়েছে চূড়ান্ত রাউন্ডে অংশ নেওয়ার এবং সাথে পেয়েছে প্রকল্পের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী।

  • কুইজ রাউন্ড বিজয়ী ১৬০ জন ও ওয়াইল্ড কার্ড এন্ট্রিপ্রাপ্ত ১০০ জন মিলে মোট ২৬০ জন প্রতিযোগী ‘ ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২’–এর গালা রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

  • ১৯ এপ্রিল, ২০২২ তারিখে ‘ডিজিটাল সিটিজেন বিডি’ ফেসবুক পেইজ থেকে চমৎকার এক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২’-এর গালা রাউন্ডের অনুষ্ঠান। নির্ধারিত ২৬০ জন প্রতিযোগী মোবাইলে এস এম এস এর মাধ্যমে পাওয়া কুইজ লিংকে প্রবেশ করে ৩০টি প্রশ্নের উত্তর দেয়। কুইজের জন্য নির্ধারিত সময় ছিলো ২০ মিনিট।

  • সর্বোচ্চ স্কোরপ্রাপ্তদের মধ্য থেকে সেরা ২০ জন নির্বাচিত হয়েছে ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২-এর চ্যাম্পিয়ন হিসেবে।

  • বিজয়ী সেরা ২০ চ্যাম্পিয়নদের প্রত্যেকেই প্রকল্পের পক্ষ থেকে পেয়েছে একটি আকর্ষণীয় ট্যাব, মুদ্রিত সার্টিফিকেট, কলম, টি-শার্ট, মাস্ক, কাপড়ের ব্যাগ এবং পাটের ফোল্ডার!


কোর্স এবং কুইজ

রাউন্ড-০1
মত প্রকাশের স্বাধীনতা কী ও কেন প্রয়োজন?
রাউন্ড-০2
মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল নাগরিকত্ব
রাউন্ড-০3
ডিজিটাল জগতে নাগরিকত্বের চর্চা
রাউন্ড-০4
ডিজিটাল জগতে নিরাপদ ও আত্মবিশ্বাসী বিচরণ
রাউন্ড-০5
ডিজিটাল জগতে তথ্য সাক্ষরতা চর্চা
রাউন্ড-০6
ডিজিটাল জগতে মিডিয়া সাক্ষরতা চর্চা
রাউন্ড-০7
অনলাইনে নেতিবাচকতা, নির্যাতন ও ভীতি
রাউন্ড-০8
মত প্রকাশে ইতিবাচক ও সক্রিয় আচরণের সংস্কৃতি